ইংল্যান্ড সফরের মধ্যেই ট্যুইটে জয়া জানলো তার নতুন ছবি
এই মুহূর্তে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 'কণ্ঠ' মুক্তির পর থেকেই তিনি যেন কলকাতায় বাংলা ছবির দর্শকের চোখে পছন্দের অভিনেত্রীদের তালিকায় আরেক ধাপ এগিয়ে গিয়েছেন।
তবে রুপালি পর্দা থেকে এবার দর্শক তাকে দেখতে পেলেন ময়দানে। ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনে বাংলাদেশের তরফে ইংল্যান্ড সফর করেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশের প্রতিটি ম্যাচেই জয়া আহসানকে মাঠে দেখা গেছে।
পহেলা জুলাই ছিল জয়ার জন্মদিন। পরদিন ২ জুলাই ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচে তিনি যে উপস্থিত থাকবেন সে কথা আগেই জানা গিয়েছিল।
জানা গেছে, ম্যাচের উত্তেজনা ও ব্যস্ততার মাঝে নিজের জন্মদিনটাই ঠিক করে সেলিব্রেট করে উঠতে পারেননি অভিনেত্রী। তবে সেই দুঃখের বরফ গলে জল হয়ে গিয়েছিল ম্যাচের উত্তেজনায়।
তবে পাশাপাশি নিজের আগামী ছবি নিয়ে টুইট করেছেন অভিনেত্রী। অতনু ঘোষ পরিচালিত 'বিনি সুতোয়' দেখা যাবে তাকে। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দর্শক দেখতে পাবেন অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়াও নিজের প্রযোজনাতেও নিয়ে আসছেন নতুন একটি ছবি। তবে তার নাম জানা যায়নি।