জাইরার সিদ্ধান্তে ক্ষুব্ধ তাসলিমা নাসরিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

তাসলিমা নাসরিন ও জায়রা ওয়াসিম, ছবি: সংগৃহীত

তাসলিমা নাসরিন ও জায়রা ওয়াসিম, ছবি: সংগৃহীত

জাইরা ওয়াসিম অভিনয় ছাড়ার সিদ্ধান্তে এবার মুখ খুললেন তাসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশাল পোস্টে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সবাইকে হতবাক করে দিয়েছেন অভিনেত্রী জাইরা ওয়াসিম।

অভিনেত্রীর এহেন সিদ্ধান্তে অনেকেই মত প্রকাশ করেছেন। বাদ গেলেন না সমালোচিত লেখিকা তসলিমা নাসরিনও।

বিজ্ঞাপন

নিজের টুইটারে তাসলিমা লিখেছেন, 'বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জাইরা ওয়াসিম অভিনয় ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র এই কারণে যে তার কাজের জন্য আল্লাহর ওপর থেকে তার বিশ্বাস হারিয়ে গিয়েছে! খুব বোকামি করেছে জাইরা। এইভাবে মুসলিম সম্প্রদায়ের কত প্রতিভা বোরখার অন্ধকারে হারিয়ে যাচ্ছে।'

আরও পড়ুন: বলিউড ছেড়ে দিলেন জায়রা

বিজ্ঞাপন

এছাড়া তিনি টুইটে লেখেন, 'অনেকেই বলছে, ধর্মীয় কারণে জাইরার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে শ্রদ্ধা করা উচিৎ। সত্যি? এই নারী বিদ্বেষী পুরুষ  শাষিত সমাজ মেয়েদের মগজ ধোলাই করছে। তাদের নমনীয়, পরনির্ভরশীল, অশিক্ষিত, ভৃত্য, যৌন বস্তু, সন্তান তৈরি করার যন্ত্র বানিয়ে রেখেছে। এই পুরুষ শাষিত সমাজের বিরুদ্ধে পুরুষ ও মহিলা দুজনকেই লড়াই করে এমন সমাজ তৈরি করতে হবে যেখানে সবাই সমান অধিকার পাবে।'

তবে বলিউডে তার মেন্টর আমির খান এ বিষয়ে এখনো নিয়ে মুখ খোলেননি।