আসামে এনআরসির চূড়ান্ত তালিকা ৩১ জুলাই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

এনআরসি তালিকায় নাম তুলতে আসা নাগরিকদের ভিড়

এনআরসি তালিকায় নাম তুলতে আসা নাগরিকদের ভিড়

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে নাম বাদ পড়া মানুষদের অতিরিক্ত একটি তালিকা প্রকাশ করেছে আসাম সরকার। সেই তালিকায় নাম ওঠেনি ১ লাখ ২ হাজার ৪৬২ জনের। গত বছরও এনআরসি তালিকায় তাদের নাম ছিল। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে চলতি বছরের ৩১ জুলাই।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) বাদ পড়া মানুষদের অতিরিক্ত তালিকাটি প্রকাশ করে আসাম সরকার।

বিজ্ঞাপন

গত বছরের ৩০ জুলাইয়ে প্রথম এনআরসি তালিকা প্রকাশ করে আসাম সরকার। ওই সময় তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ২৯ লাখ মানুষ। আর তাতে ২ কোটি ৯০ লাখ মানুষের নামে তালিকাভুক্ত করা হয়। ফলে বাদ পড়ে যান কয়েক লাখ মানুষ।

এনআরসি’র তালিকা প্রকাশের পরেই তা নিয়ে গোটা ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। তখন কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল কোন অবৈধ নাগরিকের নাম তালিকায় না রাখার। বিরোধীরা অভিযোগ করেন—বাংলাদেশি বিতাড়নের নামে বৈধ বাঙালি নাগরিকদের ইচ্ছে করে বাদ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

বিজ্ঞাপন

এনআরসি’র কর্তাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০০৩ সালের নাগরিক আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী নাগরিকপঞ্জি তৈরি করা হয়েছে এবং তা সুপ্রিম কোর্টের নজরদারিতে তৈরি হচ্ছে। তবে এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে চলতি বছরের ৩১ জুলাই।

তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের ঠিকানায় চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি জানানো হবে বাদ পড়ার কারণও।