পশ্চিমবঙ্গের মসজিদগুলো আশ্রয় কেন্দ্রের কাজ করছে
পশ্চিমবঙ্গের সকল মসজিদের দরজা খুলে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ফণী কবলিত সকল ধর্ম-বর্ণ-লিঙ্গের মানুষের আশ্রয় প্রদানের জন্য মুসলিম সম্প্রদায় এ সিদ্ধান্ত নিয়েছে।
অল ইন্ডিয়া মুসলিম ইয়ুথ লীগের সভাপতি সাবির এস গাফফার জানান, 'আক্রান্ত ও গৃহহীন প্রত্যেক নাগরিকের জন্য খোলা থাকবে মসজিদের দরজা।'
তিনি বলেন, 'রাজ্যের সকল মসজিদ প্রাকৃতিক এই বিপদের সময় দেশবাসীর পাশে আছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে আক্রান্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় প্রস্তুত রয়েছে।'
পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ও অল ইন্ডিয়া মুসলিম ইয়ুথ লীগের পক্ষে কলকাতায় একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম ও একটি হটলাইন (হটলাইন নম্বর ৯৭৩২১৪৫৪৯২) চালু থাকবে। যে কোনো প্রয়োজনে হটলাইনের নম্বরে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।