পশ্চিমবঙ্গের মসজিদগুলো আশ্রয় কেন্দ্রের কাজ করছে

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

নাখোদা মসজিদ, ছবি: বার্তা২৪

নাখোদা মসজিদ, ছবি: বার্তা২৪

পশ্চিমবঙ্গের সকল মসজিদের দরজা খুলে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ফণী কবলিত সকল ধর্ম-বর্ণ-লিঙ্গের মানুষের আশ্রয় প্রদানের জন্য মুসলিম সম্প্রদায় এ সিদ্ধান্ত নিয়েছে।

অল ইন্ডিয়া মুসলিম ইয়ুথ লীগের সভাপতি সাবির এস গাফফার জানান, 'আক্রান্ত ও গৃহহীন প্রত্যেক নাগরিকের জন্য খোলা থাকবে মসজিদের দরজা।'

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556889319928.jpg

তিনি বলেন, 'রাজ্যের সকল মসজিদ প্রাকৃতিক এই বিপদের সময় দেশবাসীর পাশে আছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে আক্রান্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় প্রস্তুত রয়েছে।'

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ও অল ইন্ডিয়া মুসলিম ইয়ুথ লীগের পক্ষে কলকাতায় একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম ও একটি হটলাইন (হটলাইন নম্বর ৯৭৩২১৪৫৪৯২) চালু থাকবে। যে কোনো প্রয়োজনে হটলাইনের নম্বরে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।