ওড়িশায় ফণীর আঘাত, উত্তর প্রদেশে ভূমিকম্প

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফণী ওড়িশায় আঘাত হানার পর ভারতের উত্তর প্রদেশ কেঁপে ওঠল ভূমিকম্পে, ছবি: সংগৃহীত

ফণী ওড়িশায় আঘাত হানার পর ভারতের উত্তর প্রদেশ কেঁপে ওঠল ভূমিকম্পে, ছবি: সংগৃহীত

কলকাতা: একদিকে ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে জেরবার ভারতের দক্ষিণ-পূর্বের রাজ্যগুলো। অন্যদিকে এ আতঙ্ক আরও বাড়িয়ে দিল ভারতের উত্তর অংশে কেঁপে ওঠা ভূমিকম্প।

শুক্রবার (৩ মে) দুপুরের দিকে কেঁপে উঠল ভারতের হিমাচল প্রদেশ। ভূকম্পন অনুভূত হওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বিজ্ঞাপন

তবে কম মাত্রার কম্পন হওয়ায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মূল কম্পন অনুভূত হয়েছে হিমাচল প্রদেশে মান্ডি জেলার একাধিক জায়গায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে।

তবে সাধারণ ভাবে প্রথম কম্পনের পর অনেক ক্ষেত্রে ‘আফটার শক’ অনুভূত হয়। সেই নিয়ে চিন্তিত হিমাচল প্রদেশের মানুষ।

বিজ্ঞাপন

একদিকে ফণী আতঙ্ক কলকাতাসহ পশ্চিমবঙ্গে মানুষের মাঝে চূড়ান্ত পর্যায়ে উঠেছে। তারমধ্যে ভূমিকম্পের খবরে উত্তেজনার পারদ আরও কিছুটা বেড়েছে ভারতের নাগরিকদের মধ্যে।