আলু চাষিদের পাশে বিজেপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলু

আলু

আলু চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিল করবে ভারতীয় জনতা পার্টি (বিজিপি)।

মিছিলটির তত্ত্বাবধানে থাকবে বিজিপির কিষান মোর্চা। কিষান মোর্চার রাজ্য সভাপতি রাম কৃষ্ণ পাল বলেন, এই দাবিতে আগামী ১৯ এবং ২০ ফেব্রুয়ারি আরামবাগ থেকে সিঙ্গুর পর্যন্ত আলু চাষিদের নিয়ে মিছিল করা হবে।

এ সময় তিনি দাবি জানিয়ে বলেন, রাজ্য সরকার চাষের খরচের দেড়গুন দামে চাষিদের থেকে সরাসরি আলু কিনে বাজারে বিক্রি করুক। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী আশীষ গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন রামকৃষ্ণ।