পরিচালক রসুল পুকুট্টি

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

রসুল পুকুট্টি

রসুল পুকুট্টি

সাউন্ড শিল্পী থেকে এবার পরিচালনার খাতায় নাম লেখাতে যাচ্ছেন সাউন্ড শিল্পী রসুল পুকুট্টি। সম্প্রতি পরিচালনায় হাত দিতে যাচ্ছেন। তবে ইংরেজী ছবি নয়, তার পরিচালিত প্রথম ছবি নির্মিত হতে যাচ্ছে হিন্দিতে।

পরিচালনার বিষয়টি নিশ্চিত করে রসুল জানান, ‘পরিচালক হিসেবে প্রথম ছবি বানালেও আমার ভালোবাসা ও প্রথম প্রেম হচ্ছে সাউন্ড। অনেকগুলো ছবিরই উপাদান আছে তবে আমার ছবিতে সাউন্ড টেকনোলজির নতুনত্ব দেখতে পাবে দর্শক।’

বিজ্ঞাপন

২০০৯ সালে রসুল পুকুট্টি ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর জন্য বেস্ট সাউন্ড মিক্সিং বিভাগে অস্কার ঘরে তুলেছেন।