স্কুলের মধ্যে বিস্ফোরণ

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পুলওয়ামার স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজনকে শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরকের স্প্লিন্টারেও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। আহতদের আর্তনাদে বাতাস ভারি হয়ে ওঠে। আহত শিক্ষার্থীরা সবাই দশম শ্রেণির বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, স্কুলে বোমা হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। বোমা বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে নাকি ভেতরে মজুত ছিলো এসব বিষয় খতিয়ে দেকা হচ্ছে।