ব্যাডমিন্টনে চাপের মুখে খেলোয়াড়রা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাডমিন্টনের জগতে বিশ্ব র‌্যাংকিং এ দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় খেলোয়াড় সাইনা নেহওয়াল বার্মিংহামে শুরু হতে যাওয়া অল ইংল্যান্ড ব্যাডমিন্টন নিয়ে বেশ চাপে রয়েছেন।

প্রথম রাউন্ডে সাইনাকে মুখোমুখি হতে হবে স্কটিশ ক্রিস্টি গিলমোরকে। এ রাউন্ড উৎরে গেলেও কোয়ার্টারে লড়তে হবে  জু ইয়ংয়ের বিরুদ্ধে। ৬ মার্চ থেকে বার্মিংহ্যামে শুরু হতে যাওয়া অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে।

বিজ্ঞাপন

ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্তদের সেমিফাইনাল পর্যন্ত এগোতে গেলে কঠিন বাধা পেরোতে হবে। সাইনার পাশাপাশি চাপে রয়েছেন অন্যরাও। সিন্ধুর প্রথম প্রতিপক্ষ কোরিয়ার সুং জি হিউইন। হিউইন এর বিরুদ্ধে জয় লাভ করলে সিন্ধুকে মুখোমুখি হতে হবে চেন ইউ ফেইয়ের।

ব্যাডমিন্টনে ভারতের প্রথম নারী খেলোয়াড় হিসেবে সাইনা  অলিম্পিক পদক জয় করেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন। এছাড়াও, সুপার সিরিজ টুর্নামেন্ট এবং ২০০৯ সালে জাকার্তায় অনুষ্ঠিত ইন্দোনেশিয়া সুপার সিরিজ বা ইন্দোনেশিয়া ওপেনে শীর্ষস্থানীয় চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং লিন-কে পরাভূত করে সকলের মনোযোগ আকৃষ্ট করেন সাইনা নেহওয়াল।

বিজ্ঞাপন