গুজ্জরদের সংরক্ষণ বিল রাজস্থানে

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাকরি ও শিক্ষায় পাঁচ শতাংশ সংরক্ষণ দাবি জানিয়ে রাজস্থানে আন্দোলন করে আসছিলো গুজ্জর সম্প্রদায়ের মানুষ। আন্দোলনের জেরে গুজ্জরদের ৫ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাশে বাধ্য হল নবনিযুক্ত কংগ্রেস সরকার।

গুজ্জরদের পাশাপাশি আরও চারটি জাতের জন্যও সংরক্ষণ বিল পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। বিলটির নাম রাজস্থান ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ড বিল ২০১৯।

বিজ্ঞাপন

পাঁচ শতাংশ সংরক্ষণের দাবিতে,  কয়েকদিন থেকে গুজ্জররা সড়ক ও লেপথ অবরোধ করে আন্দোলন করে আসছিলো। এর ফলে রাজস্থানের বিভিন্ন স্থানে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিলো।

গুজ্জর সম্প্রদায়ের দাবি ,যতক্ষণ না পর্যন্ত ৫ শতাংশ সংরক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ চলবে আন্দোলন। এদিনও কিরোরীর পুত্র বিজয় জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত এখনও জানতে পারিনি। সেটা জানতে না পারা অবধি অবরোধ চলবে। এরপরেই সরকার দাবি নেনে  নেওযার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন