শপথ নিলেন বিচারপতিরা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কলকাতা হাইকোর্ট, ছবি: সংগৃহীত

কলকাতা হাইকোর্ট, ছবি: সংগৃহীত

কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম মহম্মদ নিজামুদ্দিনের নাম ২০১৬ সালে সুপ্রিমকোর্ট থেকে সুপারিশ করেছিল। পরবর্তীতে ২০১৮ সালে তীর্থঙ্কর ঘোষ, হিরণ্ময় ভট্টাচার্য ও সৌগত ভট্টাচার্যের নাম সুপারিশ করে কলেজিয়াম।

মনোজিৎ মণ্ডল সিনিয়র জুডিশিয়াল অফিসার ছিলেন পাঁচ বিচারপতির মধ্যে। বর্তমানে নতুন পাঁচজন বিচারপতিকে নিয়ে কলকাতা হাইকোর্টের মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

বিজ্ঞাপন

কলকাতা হাইকোর্টের মোট বিচারপতি পদের সংখ্যা ৭২ হওয়ায়, এখনও মোট পদ ফাঁকা রয়েছে ৩১টি।

অন্যদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আইনজীবীদের বসার জায়গার পরিকাঠামোর উন্নয়ন ও জুনিয়র আইনজীবী হিসাবে যারা প্র্যাকটিস শুরু করছেন তাঁদের ন্যূনতম ১০ হাজার টাকা বেতনের দাবিতে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন আজ রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হাইকোর্টের প্রধান ফটক থেকে এই মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রায় শতাধিক আইনজীবী।