আইসিসির সম্মান ধোনিকে

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যারিয়ারের শেষ বেলায় এসেও দুর্দান্ত মহেন্দ্র সিং ধোনি

ক্যারিয়ারের শেষ বেলায় এসেও দুর্দান্ত মহেন্দ্র সিং ধোনি

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গায়ক প্রয়াত কিংবদন্তি জন লেনন। তার গাওয়া সব গানই বিশ্বজুড়ে সুপারহিট। তবে তাঁর সেরা গান “ইমাজিন”। ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর গানটি রিলিজ হয়।  জনপ্রিয় সেই গানেই ধোনিকে সম্মান জানাল, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। উইকেটের পিছনে অবদান রাখায় ধোনিকে এ সমান জানায় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। 

ক্যারিয়ারের শেষ মুহূর্তে ধোনি। ৩৭ বছর বয়সি ধোনি এখনও দুরন্ত পারফর্ম করছেন। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে যা প্রমাণিত।

বিজ্ঞাপন

সেই সব মাথায় রেখেই ধোনিকে সম্মান জানাল আইসিসি। তবে শুধু ধোনি নন, এই জনপ্রিয় গানটি দিয়ে আরেক বর্ষীয়ান তথা ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্দারসনকেও সম্মান জানায় আইসিসি।