হকিতে জিতল ভারত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিছিয়ে থেকেও ফ্রান্স 'এ' দলকে হকিতে হারল ভারত 'এ' দলের মেয়েরা। ম্যাচের ফল ভারত 'এ' র পক্ষে ৩-২।

রোববার বীর বাহাদুর সিংহ স্পোর্টস কলেজ মাঠে এই ম্যাচ হয়। ভারত 'এ' দলের হয়ে গোল করেছেন মারিয়ানা কুজুর, লালরেমসিয়ামি এবং মুমতাজ খান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রথম ম্যাচে হেরেছিল ভারত এ।  মঙ্গলবার ফ্রান্স'এ' দলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ।