প্রতারণার শিকার দেবের বাবা

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা, মা ও বোনের সঙ্গে দেব চক্রবর্তী

বাবা, মা ও বোনের সঙ্গে দেব চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব চক্রবর্তী। এবার প্রতারণার শিকার হতে হলো ‘চ্যালেঞ্জ’খ্যাত এই তারকার বাবা গুরুদাস অধিকারীকে।

অভিযোগ করে গুরুদাস বলেন, একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে আমার দীর্ঘদিনের অ্যাকাউন্ট রয়েছে। হঠাৎ সেখান থেকে এসএমএস আসে, অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তোলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর রোববার (১০ ফেব্রুয়ারি) যাদবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন গুরুদাস।

পুলিশ জানান, ঝাড়খন্ডের এটিএম থেকে ওই টাকা তোলা হয়েছে। ঘটনার তদন্তে সাইবার শাখার সাহায্য নেওয়া হবে।

বিজ্ঞাপন