সাত বছর পর ‘চন্দ্রবিন্দু’
দীর্ঘ সাত বছর পর আবারও গানের অ্যালবাম নিয়ে ফিরছেন বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’। ১০টি গান নিয়ে তৈরি হচ্ছে এবারের অ্যালবাম। এটি তাদের ১০ম অ্যালবাম।
কণ্ঠশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান, ১৯৯৭ সাল থেকে ‘চন্দ্রবিন্দু’র পথ চলা শুরু হয়। প্রেম, আনন্দ, মজা সবকিছু নিয়ে একটি সিগনেচার তৈরি করেছিল এই ব্যান্ড। নবম অ্যালবামটি শ্রোতাদের কাছে জনপ্রিয়তা না পেলেও এবারের অ্যালবামটি আসছে নতুন অ্যালবামে পুরানো ফ্লেভার নিয়ে।
এতোদিন পর অ্যালবাম কেন জানতে চাইলে অনিন্দ্য বলেন, ‘‘সিনেমার গান, বিজ্ঞাপন, কনসার্ট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। বছর দুয়েক ধরে অ্যালবামের পরিকল্পনা করলেও তা আর বাস্তবায়ন করা হয়নি।” সম্প্রতি ‘চন্দ্রবিন্দু’র একটি গান ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এবারের অ্যালবামে এ গানটিও থাকছে।