গন্ধরাজ লেবুর প্রেমে এষা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা এষা দেওল। ক’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এষা নিজেই।

এদিকে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এষার অভিনীত শর্টফিল্ম ‘কেকওয়াক’। এর মধ্য দিয়ে সাত বছর পর বলিউডে ফিরছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/08/1549611408008.jpg

বিজ্ঞাপন

রাম কুমার মুখার্জী ও আভা চক্রবর্তী পরিচালিত ‘কেকওয়াক’-এ এক রন্ধনশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন এষা। ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে কলকাতায়। আর কলকাতায় শুটিং করতে আসা মানেই বলিউড তারকাদের কোনও না কোনোও খাবারের ওপর দুর্বলতা তৈরি হয়। সেটা পোস্ত হোক, মাছ হোক বা মিষ্টি দই।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/08/1549611421993.jpg

এষা দেওলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি। কলকাতায় শুটিং করতে গিয়েই নাকি গন্ধরাজ লেবুর প্রেমে পড়ে গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন