হোয়াটসঅ্যাপ হারাতে হতে পারে ভারতীয়দের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু নতুন আইন করার পরিকল্পনা করেছে ভারতের কেন্দ্র সরকার।

আইনগুলো বাস্তবায়ন হলে হোয়াটসঅ্যাপ ভারতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের অন্যতম বড় বাজার ভারত। এই মুহূর্তে বিশ্ব জুড়ে অন্তত ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তার মধ্যে ২০ কোটি ব্যবহারকারীই ভারতের।

হোয়াটসঅ্যাপ সংস্থার কর্তা কার্ল উগ  জানান,  হোয়াটসঅ্যাপকে যদি নতুন আইন মেনে ভারতে ব্যবসা করতে হয়, তবে একদম নতুনভাবে শুরু করতে হবে। এটা নিয়ে বাস্তবায়ন নিয়ে সমস্যা রয়েছে। এজন্য আইন বাস্তবায়ন হলে ভারতীয় বাজার থেকে হোয়াটসঅ্যাপস ব্যবসা গুটিয়ে নিবে।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুয়া খবর ছড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন সরকার। বিষয়টি রুখতে এই আইন করার কথা ভাবছে ভারত সরকার।