শিক্ষার্থীদের বাবা মায়েদের মুখ্যমন্ত্রীর চিঠি
শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লেখা চিঠিগুলোতে পাঠানো হয়েছে বিতরণ করা জন্য। চিঠিতে মুখ্যমন্ত্রী সরকার রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেছেন।
চিঠিতে তিনি উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ২০১১ সালের মে মাসে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত ৮ বছরে সার্বিক উন্নয়নের চেষ্টা চলছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া সমস্ত মানুষের জন্য বর্তমান সরকার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে গ্রহণ করেছে একগুচ্ছ আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প।
মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তার সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো মানুষের জীবনমানের উন্নয়ন করেছে।
গত কয়েক বছরে যেসব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কার্যকর করেছে, সেগুলো অভিভাবকদের জানালে তাঁর সঙ্গে মানুষের আরও যোগাযোগ বৃদ্ধি পাবে বলে মানছেন সাধারণ মানুষ।