অটুট দাম্পত্য

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

অনিল কাপুর ও সুনীতা কাপুর

অনিল কাপুর ও সুনীতা কাপুর

এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় বলিউড অভিনেতা অনিল কাপুর ও তার স্ত্রী সুনীতা কাপুরের। এক পর‌্যায়ে ভালো বন্ধু হয়ে যায় অনিল-সুনীতাও। এরপরই শুরু হয় তাদের মন দেওয়া-নেওয়া। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ১৯৮৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে দিয়েছেন ৩৫টি বছর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অনিল কাপুর। যেখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে আলোচনা করেছেন বলিউডের এই অভিনেতা।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/06/1549435663151.jpg
তিন সন্তানের সঙ্গে অনিল কাপুর

 

সন্তানদের প্রসঙ্গে অনিল বলেন, সন্তানদের সঙ্গে তিনি খুব একটা বাকবিতন্ডায় কখনওই জড়ান না। যতোটা সম্ভব শান্তিতে সংসার করার চেষ্টা করেন। এমনকি কখনও ট্রেডিশনাল বাবা হওয়ার চেষ্টাও করেননি তিনি। বরাবরই তিনি সত্যিকারের বন্ধু হয়ে সন্তানদের পাশে থেকেছেন। তাদের সকল সমস্যায় পাশে থেকে সাহস যুগিয়েছেন একেবারে বন্ধুর মতো। যার ফলে সন্তানরাও তাকে বন্ধু ছাড়া অন্য কিছু মনে করেনি।

বিজ্ঞাপন