তিরুপতি মন্দির থেকে চুরি হল স্বর্ণমুকুট

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুরি হয়ে গেল দেবতার স্বর্ণমুকুট। তাও আবার তিরুপতি মন্দির চত্বরের গোবিন্দরাজাস্বামী মন্দির থেকে। তিনটা মহামূল্যমান এবং দুষ্প্রাপ্য রত্নখচিত স্বর্ণমুকুট চুরি হয়েছে।

শনিবার ( ৩ ফেব্রুয়ারি) ঘটনা ঘটেছে। চুরি যাওয়ার ঘটনাটি প্রথমে দেখেন মন্দিরের পুরোহিতরা। শ্রী শ্রী গোবিন্দরাজাস্বামী মন্দিরের তিন দেবী মালয়াপ্পা, ভূদেবী এবং শ্রী দেবীর মাথার মুকুট চুরি হয়েছে। সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশকে। পুলিশ চোর ধরতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তাদের অনুমান, সন্ধ্যায় প্রসাদ বিতরণের সময়েই চুরি হয়েছে এই তিনটি মুকুট। ঘটনার সময় উপস্থিত সকলকে জিজ্ঞাসা করবে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের তথ্যমতে, চুরি যাওয়া তিনটি মুকুটের ওজন ১৩০০ গ্রামের বেশি। মালয়াপ্পার মুকুটের ওজন প্রায় ৫২৮ গ্রাম, শ্রী দেবীর মুকুট প্রায় ৪০৮ গ্রাম এবং ভূদেবী মুকুটের ওজন প্রায় ৪১৫ গ্রাম। দ্বাদশ শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দির।