কেঁপে উঠল ইন্দোনেশিয়া

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়াতে সুনামির দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১০ সালে দেশটির মেন্তাওয়াই দ্বীপে সুনামির আঘাতে প্রাণ হারিয়েছিলেন প্রায় চারশ জন। সেই মেন্তাওয়াই দ্বীপটি আবারো ভূমিকম্পে কেঁপে উঠে ২ ফেব্রুয়ারি শনিবার।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ১।২০১০ সালের পর থেকে ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত হয়ে উঠে মেন্তাওয়াই এর স্থানীয়রা।

বিজ্ঞাপন

এবারো তার ব্যত্যয় ঘটেনি। প্রথম দিকে মেন্তাওয়াই এর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে কম্পনের পর। তবে এবারের ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এই ভূমিকম্পে দেশটির প্রশাসন থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি। তাছাড়া এবার ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে মেন্তাওয়াইবাসীকে আশ্বস্ত করেছে দায়িত্বরত কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন