নোবেল জয়ী মহম্মদ ইউনূস এলেন আই আই টিতে
এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এখন তিনিই বললেন বাস্তবে প্রথাগত শিক্ষার মূল্য নেই। সামাজিক শিক্ষাতেই খুঁজে পাওয়া যায় জীবনের আসল রসদ। এভাবে একজন মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারবে। আইআইটির শিক্ষার্থীর এমন কথা শুনিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস।
শনিবার (৩ ফেব্রুয়ারি) খড়্গপুর আইআইটি-র নেতাজি অডিটোরিয়ামে বার্ষিক বাণিজ্য উৎসব ‘পূর্বোদয়’-এর সূচনা অনুষ্ঠান যোগ দিয়ে ড. ইউনূস এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনূস।
মূলত দেশের বিভিন্ন বিজনেস স্কুলের শিক্ষার্থীদের ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতার আসর এই বাণিজ্য উৎসব। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের এই নোবেল বিজয়রি মুখে প্রথাগত শিক্ষা, চাকরির বদলে সামাজিক উদ্যোগের শুনে খুশি হতে দেখা যায়।
নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, খাদ্য, স্বাস্থ্যের মতো অর্থনৈতিক অধিকার রয়েছে মানুষের। আমার চোখে প্রথাগত শিক্ষার কোনো মূল্য নেই। অনেকে সামাজিক জীবন থেকে শিক্ষা নিয়ে বাস্তবে প্রয়োগ করেছেন। তারা সফলও হয়েছেন।
গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের মাধ্যমে পরিবর্তন আনায় ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনূস। দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি ছিল তাঁর এই পুরস্কার।