শিলিগুড়ির 'ইচ্ছেবাড়ি'তে হলো ছায়ানটের 'নজরুল সন্ধ্যা'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিলিগুড়িতে নজরুল সন্ধ্যা, ছবি: বার্তা২৪.কম

শিলিগুড়িতে নজরুল সন্ধ্যা, ছবি: বার্তা২৪.কম

চমৎকার এক সাংস্কৃতিক অঙ্গন 'ইচ্ছেবাড়ি'। পত্র-পুষ্প-পল্লবে আবৃত বুটিক ও দেশজ আয়োজনের মাঝে রয়েছে বাংলার চিরায়ত সংস্কৃতির আবহ। উত্তর বাংলার প্রান্তিক জনপদ শিলিগুড়ির কালচারাল আইকন 'ইচ্ছেবাড়ি'তে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

'আমারে দেব না ভুলিতে’ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যাটি আলোকময় করে তুলে কলকাতা ছায়ানট। কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা নিয়ে আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উত্তরের শহর শিলিগুড়িরর দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।

বিজ্ঞাপন

‘আমারে দেব না ভুলিতে’ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হয় শনিবার (২ ফেব্রুয়ারি) শিলিগুড়ির সুভাষপল্লীর ‘ইচ্ছেবাড়ি’তে। এতে কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা নিয়ে অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক, অর্ণব মুখার্জী, শ্রীপর্ণা বিশ্বাস, প্রজ্ঞা অধিকারী, মীনাক্ষী ব্যানার্জী, মাধুরী শর্মা, সুরূপা মল্লিক, শর্মিষ্ঠা হাজরা, ইন্দ্রানী লাহিড়ী, অনির্বাণ দাশগুপ্ত, আশিষ পাত্র, অনির্বাণ দাস।

ছায়ানট কলকাতার অন্যতম কর্ণধার শিল্পী সোমঋতা মল্লিক বার্তা২৪.কমকে জানান, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস ফেব্রুয়ারিতে সংস্থার পক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কলকাতা বইমেলায় থাকছে বিশেষ অংশগ্রহণ। ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে ‘সীমানা ভুলে/রবীন্দ্র-নজরুলে’ শীর্ষক দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলকাতার নিউটাইনের নজরুলতীর্থ মঞ্চে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ছায়ানট কলকাতা নজরুলচর্চায় অগ্রণী ভূমিকা পালন করছে।