কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার জাকাত মেলা

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার (৪ মে) অনুষ্ঠিত হবে সপ্তম জাকাত মেলা। এবারের মেলার মূল প্রতিপাদ্য- ‘জাকাত ব্যবস্থাপনার গতানুগতিক পদ্ধতির বাইরে ভিন্ন ধর্মী দৃষ্টান্ত স্থাপন’।

বৃহস্পতিবার (২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত জাকাত সমন্ধে ব্যাপক সচেতনা তৈরি ও জাকাতের সঠিক ব্যবস্থাপনাই এ মেলার উদ্দেশ্য। মেলায় বিশেষজ্ঞ আলেম ও অর্থনীতিবিদদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে জাকাত সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান জাকাত মেলার উদ্বোধন করবেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিনব্যাপী জাকাত মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।