রমজানে হোটেল রেস্তোরাঁয় মদ-জুয়া বন্ধ রাখার আহ্বান

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ছবি: বার্তা২৪

বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ছবি: বার্তা২৪

রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বারের মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

জনস্বার্থ রক্ষায় মেয়র সাঈদ খোকন সেহরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং দিনের বেলায় রোজাদারদের যেন কোন সমস্যা না হয় সেজন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালানোর জন্য হোটেল রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান।

কেমিক্যালমুক্ত ফল বিক্রির মাধ্যমে রোজাদারদের সেবা করে রোজার সওয়াব আদায় করতে ফল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘রোজার সময় কর্পোরেশন অধিভুক্ত এলাকার ৫টি অঞ্চলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ী, ক্লাব কর্মকর্তা, ফল ব্যবসায়ীগণ বক্তব্য প্রদান করেন।