শ্বশুরবাড়ি কাশ্মীরে, যোগাযোগ নেই ২২ দিন: ঊর্মিলার ক্ষোভ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাশ্মীর ইস্যুতে ঊর্মিলার ক্ষোভ, ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে ঊর্মিলার ক্ষোভ, ছবি: সংগৃহীত

এবার জম্মু ও কাশ্মীরের চলমান অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা উর্মিলা মাতণ্ডকর।

তিনি বলেছেন, 'আমার শ্বশুর এবং শাশুড়ি সেখানেই (জম্মু) রয়েছেন। দুজনেরই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা। ২২ দিন ধরে, আমি বা আমার স্বামী কেউই তাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারিনি। তাদের বাড়িতে ওষুধটুকুও অন্তত আছে কিনা তাও জানতে পারিনি।'

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জম্মু ও কাশ্মীরে যোগাযোগের অচল অবস্থা নিয়ে এভাবেই ক্ষোভ ঝাড়েন সাবেক এই অভিনেত্রী।

উর্মিলা মাতণ্ডকর সাংবাদিকদের বলেন, 'আমি সেখানে আটক করা, নিষেধাজ্ঞা জারি রাখায় উদ্বিগ্ন।'

কংগ্রেসের হয়ে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন উর্মিলা মাতণ্ডকর। তবে জয়লাভ করতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার ঘোষণা দেয় ভারত সরকার। ফলে নতুন করে কাশ্মীরের ইতিহাস রচনা করে মোদি সরকার।

রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের তুমুল বাধা ও বাগ-বিতণ্ডার মধ্যে এ ঘোষণা দেন। পরেরদিন সংসদে প্রস্তাবটি পাস হয়। এই দুই ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরকে ভেঙে দুই টুকরো করা হয়। এই ঘোষণার ফলে কাশ্মীর থেকে আলাদা করে দেওয়া হয় লাদাখকে। বর্তমানে জম্মু ও লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল।

ভারতের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে পাকিস্তান সরকার। এই নিয়ে আন্তর্জাতিক মহলেও বেশ আলোচনা হচ্ছে। এছাড়া এই বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ খুঁজছে পাকিস্তান। ইতোমধ্যেই মালয়েশিয়া, তুরস্ক ও সৌদি সরকার প্রধানের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন ইমরান খান।

আরও পড়ুন: কাশ্মীর ইস্যু: ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান

আরও পড়ুন: ভারতের সঙ্গে ব্যবসায়িক চুক্তি ছিন্নের ঘোষণা পাকিস্তানের