তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে বিজেপি : মমতা

  • ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ক্ষমতাসীন বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এসব কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপিতে যোগ না দিলেই কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থাকে দিয়ে জেলে ভরার ভয় দেখাচ্ছে সরকার। তবে আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বিজেপির কাছে মাথানত করব না।’

বিজ্ঞাপন

মমতা বলেন, ‘আমরা বাংলায় লড়াই করি, বাংলার জন্য লড়াই করি। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আমার ভাইকে ডেকেছে। কাল ডাকবে আমাকে। আমি জেলে যেতে রাজি আছি। যদি জেলেও যেতে হয়, আমি ভাবব স্বাধীনতার লড়াই লড়ছি।’

এসময় তৃণমূলনেত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভারতে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ভারতজুড়ে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চালু করার চেষ্টা হচ্ছে। কারো কথায় কান দিচ্ছে না তারা। খর্ব করছে মানুষের কথা বলার অধিকার। এমনকি সংবাদমাধ্যমগুলোকে কিনে নিয়েছে ওরা।’