কাশ্মীর ইস্যু

ভারত-পাকিস্তানের মাঝে মধ্যস্থতাকারী হতে চান ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমরান খান, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত

ইমরান খান, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে। তবে মোদির এ দাবি উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২২ জুলাই) হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'দুই সপ্তাহ আগে আমার সঙ্গে মোদির সাক্ষাৎ হয়েছিল। আমরা এই বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, আপনি কি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চান? আমি বললাম, কোথায়? তিনি বললেন, কাশ্মীর ইস্যুতে।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'এটা দীর্ঘদিনের একটি সমস্যা। ভারত প্রধানমন্ত্রী ও আপনি (ইমরান খান) চান এটা সমাধান করতে। আমি যদি সহায়তা করতে পারি, এই বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে করতে পছন্দ করব।'

ট্রাম্পের কথা প্রেক্ষিতে ইমরান খান বলেন, 'আপনি যদি মধ্যস্থতাকারী হয়ে কাজ করে এটা সমাধান করেন তাহলে শত কোটি মানুষের প্রার্থনা আপনার সঙ্গে থাকবে।'

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র রাভেশ কুমার এক টুইট বার্তায় বলেন, 'ভারতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ জানানো হয়নি।'