উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে অন্তত ৩২ জন মারা গেছেন। রাজ্যের বিভিন্ন স্থানে দিনের বিভিন্ন সময় ঘটা বজ্রপাতে ১৩ জন আহত হয়েছেন।

রোববারের (২১ জুলাই) ভয়াবহ এই বজ্রপাতে রাজ্যটির ফতেহপুর ও কানপুরে সাতজন করে, পাঁচজন ঝানসিতে, চারজন জালাউনে, তিনজন হামিরপুর, দুইজন গাজিপুর এবং জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে একজন করে মানুষ মারা গেছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়োগি আদিত্যনাথ। নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বজ্রপাতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও তিনি দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্য সরকার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) একজন বজ্রপাতে এবং শনিবার (২০ জুলাই) সাপের কামড়ে দুইজন মারা যান।

সূত্র: এনডিটিভি