হিমাচলে ভবন ধসে ১৩ সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে একটি চারতলা ভবন ধসে ১৩ সেনাসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার (১৪ জুলাই) বিকেলে হিমাচল প্রদেশের শিমলার সোলান এলাকায় এই ভবন ধসের এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) সকালে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাস্থল পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে বলেন, 'ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি।'

অঞ্চলটির উপ-কমিশনার কে সি চমন বলেন, 'নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।'

সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ভারী বর্ষণের ফলে হিমাচল প্রদেশে ভূমি ধসের ঘটনা ঘটছে। রোববার বিকেলে কিছু ভারতীয় সেনা উত্তরাখণ্ডে যাওয়ার পথে খাবার খেতে ওই রেস্তোরাতে যান। এসময় হঠাৎ ভবনটি ধসে পড়ে। ভবনের নিচে কমপক্ষে ৪২ জন সেনা চাপা পড়েন। বর্তমানে সিআরপিএফের উদ্ধারকারী একটি দল উদ্ধার কাজ করছে।