মুম্বাইতে দেয়াল ধসে নিহত ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহতের ঘটনায় নিহত ১৬,  ছবি: সংগৃহীত

নিহতের ঘটনায় নিহত ১৬, ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইতে ভারী বর্ষণে দেয়াল ধসে ১৬ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২ জুলাই) সকালে এই দেয়াল ধসের ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, 'উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত আমরা ১২ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছি।'  

 ভারতে দেয়াল ধস
ভারী বর্ষণে দেয়াল ধসের ঘটনা ঘটে, ছবি: সংগৃহীত

 

টানা ২৪ ঘণ্টার ভারী বর্ষণে এলাকাজুড়ে প্রায় ১২ ইঞ্চি বৃষ্টির পানি জমে যায়। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় স্থানীয়দের স্কুল ও কলেজের ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে।

এদিকে,মুম্বাইতে মঙ্গলবার (২ জুলাই) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুলাই) দিবাগত রাত থেকে বিমানবন্দরের সকল প্লেন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

মহারাষ্ট্রের রাজ্য সরকার জানায়, মঙ্গলবার থেকে মুম্বাইতে জরুরী সেবা কার্যকর হবে।  

আরও পড়ুন, 

প্রবল বর্ষণে তলিয়ে গেছে মুম্বাই