ভারতে তিন বছরে ১২ হাজার কৃষকের আত্মহত্যা

  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত তিন বছরে ভারতে ১২ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন। ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

শুক্রবার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ এক লিখিত জবাবে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, তিন বছরে যে ১২ হাজার ২১ জন কৃষক মারা গিয়েছেন, তাদের মধ্যে ছয় হাজার  ৮৮৮ জনের পরিবার সরকারি সাহায্য প্রার্থী।

এখনও পর্যন্ত ছয় হাজার ৮৪৫ জন কৃষকের পরিবার এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ২০০৯ সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্য়ে ৬১০ জন কৃষক আত্মহত্যা করেন। সেখানে ১৯২ টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।