পরাজয়ের পর জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, পুরনো ছবি

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, পুরনো ছবি

২০১৯ সালের লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। শনিবার (২৫ মে) সকালে দেশটির রাজধানী দিল্লিতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

২০১৪ সালেও হেরেছিল কংগ্রেস। তবে সেবার রাহুল গান্ধী দলটির সভাপতি ছিলেন না। এবারের লোকসভা নির্বাচনে নিজ রাজ্য আমেথিতেই হেরেছেন তিনি। এমন পরাজয়ের কারণে প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় কংগ্রেস এবার বিরোধী দলনেতা হতে পারবেন কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এহেন পরিস্থিতিতে শনিবারের বৈঠকে রাহুল পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছে। এরই মধ্যে ইস্তফা দিয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর। নির্বাচনের আগে তাকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দেশের সবচেয়ে বড় এই রাজ্যে দলের ভরাডুবি হওয়ায় পদত্যাগ করেছেন তিনি।

‘চৌকিদার চোর হ্যায়’, রাহুলের এই স্লোগানও এবার কাজে আসেনি। কাজে আসেনি প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিও। ফলে গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়ে দলের ভেতরে ও বাইরে চলছে নানা আলোচনা-সমালোচনা। পদত্যাগ করতে পারেন উপমহাদেশের প্রাচীণ এই রাজনৈতিক দলের আরও বেশ কয়েকজন নেতা।

সূত্র: এনডিটিভি