জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাসহ নিহত তিন

  • আর্ন্তজাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ে এক ভারতীয় সেনাসহ তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামার ওই এলাকাটিতে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা অভিযান চালায়। এসময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ  গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ওই এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সোপিয়ানে জম্মু-কাশ্মীর ইসলামিক স্টেটের দুই জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনা। ওই অভিযানে দলটির কমান্ডার আসফাক আহমেদ নিহত হন।