আপাতত মুক্তি পাচ্ছে না ‘পিএম নরেন্দ্র মোদি’

  • খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নয়াদিল্লি থেকে: শেষ মুহূর্তে আটকে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি। দেশটির লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ছবিটির মুক্তি না দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) আলোচিত রাজনৈতিক এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন বলেছে, এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি প্যানেল দ্বারা পরীক্ষা করা হবে।

গত মঙ্গলবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের এই ছবিটির মুক্তির দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নেতার একটি পিটিশন বরখাস্ত করা হয়। কমিশন বলছে, অযৌক্তিক এই বিষয়গুলোর উপর আদালতের খুব বেশি সময় নষ্ট হয়ে গেছে।

কংগ্রেসের দাবি, জাতীয় নির্বাচনের সময় এই চলচ্চিত্রের মুক্তি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে। এতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিশেষ সুবিধা পাবে। 

আরও পড়ুন: বায়োপিক নিয়ে আদালত মানলো না কংগ্রেসের আর্জি