প্লেন যাত্রীর ব্যাগে চিতাবাঘ!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চেন্নাই বিমানবন্দরে প্লেন যাত্রীর ব্যাগ থেকে এক মাসের একটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করেছে ভারতের কাস্টমস কর্মকর্তারা। আটকৃতযাত্রী থাইল্যান্ড থেকে ভারতে আসেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) চেন্নাই বিমানবন্দরে ব্যাংককের একটি ফ্লাইট থেকে নামলে ওই প্লেন যাত্রীকে আটক করে কাস্টমস কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি কাস্টমস কর্মকর্তার বরাত দিয়ে জানায়, উড়োজাহাজ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নামার পর তার ব্যাগ থেকে আওয়াজ আসে। পরে ওই যাত্রীকে আটক করে তার ল্যাগেজ চেক করা হয়। পরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক মাস বয়সী একটি চিতাবাঘের বাচ্চা পাওয়া যায়।

আটককৃত যাত্রী আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশ জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ভারত কাস্টমস।