২০২২ সালে জি-২০ সম্মেলন ভারতে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদি (মাঝে) /ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদি (মাঝে) /ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে আগামী ২০২২ সালে ভারত জি-২০ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে। প্রথমবারের মতো জি-২০ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। ঐ বছরই ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে।

২০২২ সালে জি-২০ সম্মেলন আয়োজন করার কথা ছিল ইতালির। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সে বছরই জি-২০ আয়োজনের আগ্রহ প্রকাশ করে ভারত। সেই সঙ্গে ইতালিকে ২০২১ সালের জি-২০ আয়োজনের জন্য অনুরোধ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের অনুরোধে সাড়া দিয়ে ২০২১ সালে জি-২০ সম্মেলন আয়োজনের ব্যাপারে মত দিয়েছে ইতালি।

বিজ্ঞাপন