আফগানিস্তানে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণে ১৩ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আফগানিস্তানের উত্তর-পূর্ব তাখার অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, শনিবারের এ বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়া ছাড়াও কয়েক ডজন মানুষ আহত হয়। আফগানিস্তান কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা জানায়নি।

আফগান পুলিশের এক মুখপত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী নাজিফা ইউসুফি বেকের নির্বাচনী শোভাযাত্রার পাশে রাখা একটি মোটর সাইকেলে বিস্ফোরক রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

নাজিফা ইউসুফি শোভাযাত্রায় পৌঁছার পূর্বেই এ বিস্ফোরণ ঘটে।

কর্তৃপক্ষ জানায়, কোন পক্ষই এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কিন্তু তালেবান বলেছিল, নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা দিয়ে যারা এই ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছে তাদেরকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে জালিয়াতি কমানোর প্রচেষ্টার মধ্যেই তালেবান আঘাত হানার প্রতীজ্ঞা করে।

তাখার প্রদেশটি আফগানিস্তানের উত্তর-পূর্ব অঞ্চলে তাজাকিস্তান সীমান্তে অবস্থিত। গত কয়েক বছর ধরেই সেখানে তালেবানরা তাদের তৎপরতা চালিয়ে আসছে।

আগামী ২০ অক্টোবর আফগানিস্তানের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৪৯টি আসনের বিপরীতে ৪১৭ জন নারী প্রার্থীসহ মোট দুই হাজার ৫৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর শনিবারের এ হামলাসহ এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

অক্টোবরের দুই তারিখে নাঙারহারের পূর্বাঞ্চল প্রদেশে নির্বাচনী প্রচারণায় হামলায় ১৩ জন নিহত হন এবং আহত হন ৪০ জনেরও বেশি মানুষ।

হেলমন্দ প্রদেশে নির্বাচনী সভায় আত্মঘাতী বোমা হামলার কয়েক দিন পরেই শনিবারের এ বিস্ফোরণ ঘটে, যাতে নির্বাচনে প্রার্থী সালেহ মোহাম্মদ আচেকজি সহ কমপক্ষে আটজনের প্রাণহানি ঘটে।

স্বাধীন নির্বাচন কমিশনের তথ্যমতে, এ পর্যন্ত কমপক্ষে পাঁচটি হত্যার ঘটনা ঘটে।

তিন বছরেরও বেশি সময় দেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ভোট প্রস্তুতি কয়েক মাস ধরে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এই অবস্থায় আদৌ ভোটগ্রহণ হবে কিনা তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে।

আমলাতান্ত্রিক অদক্ষতা, জালিয়াতির অভিযোগ ও ভোটগ্রহণের প্রাক্কালে এসে ভোটারদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রতিশ্রুতি নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত ও বিশ্বাসযোগ্য ফলাফল আশায় ব্যাঘাত ঘটায়।