পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত হবে, ত্রুটি-বিচ্যুত দূর হবে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, পুঁজিবাজারকে ফান্ডামেন্টাল মার্কেট হিসেবে গড়তে চাই। পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা হবে।ত্রুটি-বিচ্যুতি সমাধান করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এনইসির সম্মেলন কক্ষে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্বে করেন অর্থ সচিব আসাদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারা।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও সমস্যার সমাধানে করণীয় নিয়ে সকলের সকলের পরামর্শ শুনব, সে অনুযায়ী কার্যক্রম শুরু করব।