ডিএসইর এসএমই প্লাটফর্মে মতবিনিময় সভা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএসইর এসএমই প্লাটফর্মে মতবিনিময় সভা, ছবি: সংগৃহীত

ডিএসইর এসএমই প্লাটফর্মে মতবিনিময় সভা, ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে কাজ করতে ইস্যু ম্যানেজারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গল (২৩ জুলাই) ও বুধবার (২৪ জুলাই) দু’দিন ডিএসইর ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে ইস্যু ম্যনেজারদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে করপোরেট গভর্ন্যান্সের মানোন্নয়নের পাশাপাশি এসএমই প্লাটফর্মের তালিকাভুক্তির ক্ষেত্রে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। একইসঙ্গে ডিএসইর এসএমই প্লাটফর্মকে কীভাবে যুগোপযোগী ও কার্যকর করা যায়, সে বিষয়ে মতামত নেওয়া হয়।

উপস্থিত প্রতিনিধিরা ডিএসইর এসএমই প্লাটফর্মের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তারা এসএমই প্লাটফর্মের নতুন নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। চলতি বছরের ৩০ এপ্রিল অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ডিএসই এসএমই প্লাটফর্ম উদ্বোধন করেন।