পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর

ছবি: বার্তাটোয়েন্টিফোর

পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বুধবারও (২৪ জুলাই) মতিঝিলের রাস্তায় বিক্ষোভ করেছেন বিনিয়োগকারারীরা। দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করেন তারা।

বাংলাদেশ ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীরা এসব কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

এ সময় পরিষদের সভপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে এখন মেকিং প্লে চলছে। এটা কুচক্রীদের চক্রান্ত।

দরপতনের প্রতিবাদে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের পদত্যাগসহ ১৫ দফা দাবি জানান বিনিয়োগকারীরা।