উদ্ভাবনী চিন্তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইনোভেশন শোকেসিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি/ ছবি: বার্তা২৪.কম

ইনোভেশন শোকেসিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি/ ছবি: বার্তা২৪.কম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্ভাবনী চিন্তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে।’

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘ইনোভেশন শোকেসিং ফেয়ার-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেলার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

টিপু মুনশি বলেন, ‘ব্যবসা প্রসারে নতুন নতুন উদ্যোগ নিতে হবে। পুরনো ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে মানুষের জন্য কাজ করতে হবে। শুরুতে আমরা ১০০ কোটি টাকার পণ্য রফতানি করতাম। এখন সেটা বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের এসেছে। এজন্য বিদেশি উদ্যোক্তারা ব্যবসার জন্য আমাদের দেশে আসছে।’

উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘মুক্ত মন নিয়ে কাজ করতে হবে। চিন্তায় ভিন্নতা আনতে হবে। বাণিজ্যের বিস্তৃতি বাড়ছে। বাণিজ্যে উন্নতি না হলে জীবনমানের উন্নয়ন হবে না।’

মেলায় মাঠ পর্যায়ে চা বাগানের রোগ বালাই পোকা মাকড়ের আক্রমণ শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ, মোবাইল অ্যাপ 'দুটি পাতা একটি কুড়ি', টি রিসোর্ট অনলাইন পেমেন্ট সিস্টেম, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচার সহজীকরণে ইউটিউব চ্যানেল, আমদানি রফতানি প্রধান নিয়ন্ত্রক ও এলএম কার্যক্রমসহ ৯টি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করেন মন্ত্রী।

এ সময় স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।