ওটিসি মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি অর্থ বছরের ১১ মাসে ওভার দ্যা কাউন্টার মার্কেটে (ওটিসি) বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ৬৫ কোটি ২৬ লাখ ছয় হাজার ৮৭৬ টাকা। ১৭টি কোম্পানির মোট দুই কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ১০৪টি শেয়ার কেনা-বেচা বাবদ এই টাকা লেনদেন হয়।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ডিএসইর সূত্রমতে, এর আগের অর্থবছরে (২০১৭-১৮) মোট লেনদেন হয়েছিল ৭৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ৮৫১ টাকা। ৩০টি কোম্পানির শেয়ার বিক্রি বাবদ লেনদেন হয়েছিল এক কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৬২৭ টাকা।

ওটিসি মার্কেট হলো- মূল পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত কোম্পানিদের নিয়ে গঠিত আলাদা একটি বাজার। এ বাজারে ৩৮টি কোম্পানির রয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরে মোট ১৭টি কোম্পানির শেয়ারে লেনদেন হয়েছে।