বার্জার পেইন্টের নগদ লভ্যাংশ ২৫০ শতাংশ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্ট লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ মার্চ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সম্প্রতি কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের বিষয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ১৭ জুলাই আর্মি গলফ গার্ডেন, বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্টে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ১৩ পয়সা, এর আগের অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল ৩৮ টাকা ৫৫ পয়সা। এছাড়া গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ১৮ পয়সা, এর আগের বছর এনএভি ছিল ১৪২ টাকা ০৬ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। বর্তমান বাজারে কোম্পানিটির শেয়ার আছে ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি।