বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক, ছবি: বার্তা২৪

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক, ছবি: বার্তা২৪

সাপ্তাহিক ছুটি ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টানা দুইদিন ধরে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

স্থলবন্দর সূত্র জানায়, শনিবার (১৮ মে) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটিতে শ্রমিকরা কাজ না করায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ আছে। শুক্রবার (১৭ মে) সাপ্তাহিক ছুটিতেও আমদানি রফতানি হয়নি।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বার্তা২৪. কমকে জানান, বুদ্ধ পূর্ণিমার ছুটিতে এপথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বার্তা২৪কে জানান, বর্তমানে এ পথে সপ্তাহে ছয় দিন বাণিজ্য চলছে। বুদ্ধ পূর্ণিমায় বাণিজ্য বন্ধের বিষয়ে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনো চিঠি পাওয়া যায়নি। তবে তারা কোনো পণ্য আমদানি রফতানি না করায় বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার (১৯ মে) সকাল থেকে পুনরায় বাণিজ্য স্বাভাবিক হবে।

এদিকে শুক্রবার ও শনিবার টানা দুইদিন বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে পচনশীল পণ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।