ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় বড় উত্থান পুঁজিবাজারে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিডেসহ তালিকাভুক্ত অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় বাজারে বড় ধরনের নের উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ত্রিশটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির। কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩টির। এর মধ্যে সর্বোচ্চ ২ টাকা ৯০ পয়সা দাম বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের। এরপর ১ টাকা ৪০পয়সা এবং ১ টাকা ২০ পয়সা দাম বেড়েছে ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়ার শেয়ারে।

বিজ্ঞাপন

আর সব চেয়ে কম দাম বেড়েছে ১০ পয়সা। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, এনবিএল, ইউসিবি এবং উত্তরা ব্যাংকের শেয়ারে। বাকি ১৩টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ২০ পয়সা থেকে ১দশমিক ২০ টাকা পর্যন্ত।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ‘প্রাণ’ বলে খ্যাত ব্যাংক খাতের শেয়ারে দাম বাড়ায় বৃহস্পতিবার ডিএসইতে সূচক ৬২ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ১৮১পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।