ইবিএল ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবিএল ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

ইবিএল ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

সম্প্রতি নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। যৌথভাবে এই কর্মসূচির আয়োজক ছিলো ইবিএল ও এসএমই ফাউন্ডেশন।

৪ দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে উদ্যোক্তা হিসেবে ব্যবসা সফল করার বিষয়ে নানা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। এ সময় অংশ গ্রহণকারী ৩০ জন নারী উদ্যোক্তাও তাদের নানা অভিজ্ঞতার বিষয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

নারী উদ্যোক্তাদের জন্য আয়োজিত চারদিন ব্যাপী এই কর্মসূচির সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শক এবং সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সূর চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহীন আনোয়ার, ইবিএল রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার ও রিটেইল লায়াবিলিটি এন্ড ওয়েল্থ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান সৈয়দ জুলকার নাইনসহ অন্যান্যরা।