যখন তখন ঢুঁ মারা যাবে না ম্যাসেঞ্জারে!
ইউজারদের প্রাইভেসি নিশ্চিত করতে ফেসবুক ম্যাসেঞ্জারে ফেস আইডি, টাচ আইডি কিংবা পাসকোড ব্যবহারের সুবিধা দেবে প্রতিষ্ঠানটি৷ তাই এখন থেকে আনলক ছাড়া চাইলেই ম্যাসেঞ্জারে ঢুঁ মারা যাবে না৷
এনগ্যাজেট এর প্রতিবেদনে বলা হয়, এই ফিচারটি অন থাকা অবস্থায় ইউজারের ডিভাইসটি আনলক থাকলেও তার চ্যাট বক্সে প্রবেশ করতে, ম্যাসেজ দেখতে পাসকোড, টাচআইডি কিংবা ফেসআইডি দিয়ে আনলক করতে হবে৷ তাই এখন থেকে যখন তখন চাইলেই আর ম্যাসেঞ্জারে যাওয়া যাবে না৷
বিশ্লেষকরা মনে করছেন, ইউজারদের ব্যক্তিগত প্রাইভেসি নিশ্চিত করতে ফিচারটি বেশ৷ কারণ এখন থেকে নিজের ফোন অন্য কারো হাতে গেলে কেউ চাইলেও ম্যাসেঞ্জারে প্রবেশ করতে পারবে না৷
এছাড়া ইউজার চাইলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে৷ ফলে সেই সময়ে ম্যাসেঞ্জারে প্রবেশ করতে বারবার পাসকোড বা অন্য আনলক ফিচারগুলো ব্যবহার করা লাগবে না৷
বর্তমানে ফিচারটি আইওএস ডিভাইসে পরীক্ষামূলক ভাবে পরিচালনা করা হচ্ছে৷ যা পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা হবে।
ফেসবুকের এক মুখপাত্র জানান, ইউজারদের ব্যক্তিগত ম্যাসেজের গোপনীয়তা নিশ্চিত করতে তাদের ফেসবুক আরও নিয়ন্ত্রণ তুলে দিতে চায়।
তবে ফেসবুকের ম্যাসেঞ্জারে এই ফিচারটি নতুন হলেও আইওএস ডিভাইসের হোয়াটসঅ্যাপ ইউজাররা এরকম সুবিধা উপভোগ করছে৷
সূত্র: গ্যাজেটস নাও