সমষ্টিগত মতামত পেতে লিঙ্কডইনে পোল ফিচার চালু
সোশ্যাল মিডিয়ায় জনমত তৈরি করতে কিংবা কোনো বিষয়ে সমষ্টিগত মতামত পেতে পোল ফিচারটি বেশ জনপ্রিয়। এর মাধ্যমে ইউজাররা অনলাইনে তাদের স্বাধীন চিন্তার প্রতিফলন হিসেবে ভার্চুয়াল ভোটে অংশ নিতে পারে৷ তারই ধারাবাহিকতায় পেশাদার ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম লিঙ্কডইনে নতুন 'পোলস' ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।
লিঙ্কডইনে পোলস ফিচারটির মাধ্যমে গুরুত্ব বহন করে এমন সব বিষয়ের ওপর একটি সমষ্টিগত মতামত ও দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে৷ এই ফিচারটি ব্যবহার করে ইউজাররা তাদের নেটওয়ার্কে যুক্ত থাকা ব্যক্তিদের থেকে গুরুত্বপূর্ণ মতামত সংগ্রহ করে সিদ্ধান্ত নিতে পারবে। ফিচারটি আগামী সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী মোবাইল ও ডেক্সটপ ভার্সনে উন্মুক্ত করা হবে।
লিঙ্কডইনে পোল তৈরি করতে:
নতুন পোস্ট তৈরির অপশনে ট্যাব করে 'ক্রিয়েট পোল' বা পোল তৈরির অপশন নির্বাচন করুন।
একটি প্রশ্ন যুক্ত করে তাতে চারটি ভিন্ন অপশন দিন৷ এবার পোলটির সময় নির্ধারণ করে দিন৷ যা সর্বনিম্ন ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত রাখা যাবে।
পোলের সঙ্গে চাইলে যেকোনো লেখাও পোস্ট করা যাবে৷ আর হ্যাশট্যাগ ব্যবহার করে আরও বেশি নেটওয়ার্কে পৌঁছানো যাবে।
পোলটির নির্দিষ্ট সময়সীমা শেষ হলে কোন বিষয়ে কত ভোট পড়েছে, মোট কত ভোট পড়েছে এবং বিজয়ী কে হয়েছে তা সহজেই জানা যাবে৷ এছাড়া পোল থেকে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
সূত্র: গ্যাজেটস নাও