ফেসবুকে নিউজ ট্যাব ফিচার চালু

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেসবুকের নতুন আপডেটে তাদের প্ল্যাটফর্মে 'নিউজ' ট্যাব নামে একটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে৷ এই ট্যাব থেকে সহজেই এলাকা ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোর খবর পড়া যাবে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণায় দেখা যায় ইউজাররা এই এক প্ল্যাটফর্মেই সবধরনের খবর পেতে পছন্দ করে৷ অর্থাৎ ফেসবুক অ্যাপ থেকে বের না হয়ে এখানেই সব খবরাখবর পড়তে চায়। এজন্য ফেসবুকের নিউজ ট্যাবে চারটি প্রধান বিভাগের প্রকাশকদের উপর ফোকাস করা হয়েছে৷ এরমধ্যে সাধারণ, সাময়িক, বিভিন্ন এবং এলাকাভিত্তিক সংবাদ প্রকাশকদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে নিউজ ট্যাব ফিচারটি যুক্তরাষ্ট্রে গতবছর চালু করা হয়েছে৷ যা বর্তমানে দেশটির জাতিগত গোষ্ঠীর উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে।